টানটান উত্তেজনা, বিচ্ছিন্ন সহিংসতার পর গভীর রাতে মেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের ষষ্ঠ নির্বাচনের ফল।
একের পর এক কেন্দ্র থেকে আসা ফলের হার অনুযায়ী সন্ধ্যায় অনেকটা স্পষ্ট হয়ে যায় কে হচ্ছেন বন্দর নগরীর নতুন মেয়র। অবশেষে ৭৩৩ টি কেন্দ্রের ফল যোগ করার পর তার আনুষ্ঠানিক ঘোষনা দেন রিটানিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।
প্রাপ্ত ভোটে বিজয়ীর সাথে নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির শাহাদাত হোসেনের ব্যবধান এতটাই বেশি যা গত সাতাশ বছরের মধ্যে রেকর্ড। তবে ফল ঘোষনার সময় উপস্থিত ছিলেন না নির্বাচিত মেয়র। অবশ্য তার প্রধান নির্বাচনী এজেন্ট ইব্রাহিম হোসেন চৌধুরী সন্তোষ জানান ফলাফলে।
এবারের নির্বাচনে মোট ভোট পড়েছে ২২ দশমিক ৫২ শতাংশ। যা সিটি করপোরেশন ভোটে নতুন রেকর্ড। তবে স্থগিত আছে দুটি কেন্দ্রের ফলাফল।