ভোট শুরুর ঘন্টাখানেক না যেতেই সংঘর্ষ লালখানবাজার ওয়ার্ডে সংঘর্ষে জড়ায় আওয়ামীলীগ ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা।
এরপর দফায় দফায় সেখানে চলতে থাকে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া। আহত হয় বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।
ভোটগ্রহণ শুরুর ঘণ্টাখানেক আগে সরাইপাড়া ওয়ার্ডে ছুরিকাঘাতে প্রাণ হারান মুন্না নামে একজন। অভিযোগ, আপন ভাই তাকে খুন করেছেন। স্বজন ও পুলিশ জানায়, দুজনই দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থক। এছাড়া, পাহাড়তলি আমবাগান ইউসেপ স্কুল কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সংঘর্ষে প্রাণ যায় আলাউদ্দিন নামে একজনের।
এছাড়া আসাদগঞ্জ, বালুছড়া, টাইগারপাস, ফিরিঙ্গিবাজারসহ বিভিন্নস্থানে কাউন্সিলর প্রার্থী সমর্থকদের সংঘাতে অন্তত ১৫ জন আহত হয়। ভোট বর্জন করেন কয়েকজন কাউন্সিলর প্রার্থী।
তবে এসব ঘটনার বাইরে অনেক জায়গায় শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও ভোটারের উপস্থিত ছিলো কম। দুপুর পর্যন্ত কেন্দ্র ছিলো ফাঁকা। ভোটগ্রহণের হারও অনেক কম।
এই নির্বাচনে মোট ৭৩৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার।