আনুষ্ঠানিক ভোট চাওয়ার শেষদিন। তাই চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রচারে ব্যস্ত সব প্রার্থী। আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী সকালে প্রচারণা শুরু করেন নগরীর বহদ্দারহাট থেকে। এসময়, নগরবাসির সমর্থন চেয়ে বলেন, নির্বাচিত হলে নগর ভবনকে মানুষের সেবাকেন্দ্র করবেন। তিনি হবেন নগরবাসির সেবক।
তবে, খানিকটা বিপরীত চিত্র বিএনপির প্রার্থীর বেলায়। তিনি সকালে প্রচারণা শুরুর আগেই সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলেন নির্বাচনের পরিবেশ নিয়ে। পরে সব অভিযোগ নিয়ে প্রতিকার চাইতে যান রিটার্নিং কর্মকর্তার কাছে।
বিএনপি প্রার্থীর এসব অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন রিটার্নিং কর্মকর্তা। তবে অস্বীকার করেন পক্ষপাতিত্বের অভিযোগ।
এবারের নির্বাচনে সাত মেয়র প্রার্থী ছাড়াও কাউন্সিলর পদে লড়ছেন তিনশতাধিক। ভোটার ১৯ লাখের বেশি। আর ভোট কেন্দ্র সাতশো ৩৫টি।