রাঙ্গামাটির সাথে সরাসরি সড়ক যোগাযোগ নেই নানিয়ারচর, লংগদু ও বাঘাইছড়ির। ফলে যাতায়াতের ভরসা নৌপথ। তবে ৫শ' মিটারের একটি সেতু এখন স্বপ্ন দেখাচ্ছে এই তিন উপজেলার বাসিন্দাদের। নানিয়ারচর বাজারের পাশে চেঙ্গী নদীর ওপর এই সেতুটির কাজ শেষ হয়েছে ইতোমধ্যে।
এই সেতুর মাধ্যমেই রাঙ্গামাটির সাথে সড়ক পথে যুক্ত হলো নানিয়ারচর। যেখান থেকে যাওয়া যাবে লংগদু ও বাঘাইছড়ি উপজেলায়। দীর্ঘদিনের কাঙ্খিত সেতু পাওয়ায় স্বস্তিতে স্থানীয়রা।
শিগগিরই সেতুটি খুলে দেয়ার কথা জানালেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহে আরেফিন।
তবে যাতায়াত আরও সহজ করতে নানিয়ারচর থেকে লংগদু ও বাঘাইছড়ি উপজেলার সাথে সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর। এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে ১২০ কোটি টাকা। ১শ কোটি টাকা ব্যয় হচ্ছে সংযোগ সড়ক নির্মাণে।