কক্সবাজার সমুদ্র সৈকত ১২০ কিলোমিটার দীর্ঘ হলেও মূল পয়েন্ট কলাতলী থেকে নাজিরারটেক। মূলত এখানেই বেশি ভিড় করেন পর্যটকরা। কিন্তু এই ১২ কিলোমিটার এলাকা এখন তীব্র ভাঙ্গনের মুখে। প্রতিনিয়ত ঢেউয়ের আঘাতে বিলীন হচ্ছে ঝাউগাছসহ বালিয়াড়ী। জিও ব্যাগ ফেলে তা রক্ষার চেষ্টা করা হলেও, কার্যত খুব একটা কাজে আসছেনা।
জলবায়ূ পরিবর্তনজনিত কারণে এ ভাঙ্গন জানিয়ে পরিবেশবাদী সংগঠনের নেতাদের দাবি, এটা রোধে নিতে হবে পরিবেশ ও পর্যটন বান্ধব পরিকল্পনা।
পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙ্গন রোধে একটি বহুমুখি প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হবে। এতে ১২ কিলোমিটার এলাকায় বাঁধে যুক্ত হবে ওয়াকওয়ে, পার্কিং, প্রদর্শনী মঞ্চসহ আধুনিক সুবিধা।
এ প্রকল্পের কাজ শেষ হবার কথা ২০২৪ সালের জুনে। যাতে ব্যয় ধরা হয়েছে ২০ হাজার ৫শ' কোটি টাকার বেশি।