নির্বাচনি ক্যাম্প ভাঙাকে কেন্দ্র করে বুধবার রাতে নগরীর কাজির দেউড়ি এলাকায় সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মীরা। ভাঙচুর হয় গাড়ি।
বৃহস্পতিবার সকালে এ ঘটনার প্রতিকার চেয়ে রিটার্নিং কর্মকর্তাকে স্মারকলিপি দেন বিএনপি মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। তাতে সেনামোতায়েন,জাতীয় পরিচয়পত্র ছাড়া ভোটকেন্দ্রে প্রবেশ করতে না দেয়াসহ ৮টি দাবি তুলে ধরা হয়।
দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ডাক্তার শাহাদাতের প্রধান সমন্বয়কারী আমির খসরু মাহমুদ চৌধুরী। অভিখযোগ করেন, নির্বাচন যাতে গ্রহণযোগ্য না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে আওয়ামী লীগ।
তবে বিএনপির এসব অভিযোগকে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে খোড়া অজুহাত বলে মন্তব্য করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।
দুপুরে নগরীর বহদ্দারহাটে কৃষকলীগ নেতাদের সাথে মতবিনিময় করেন রেজাউল করিম চৌধুরী। আশা করেন, সুষ্ঠু নির্বাচন হবে। যাতে জয়ের ব্যাপারেও আশাবাদ জানান তিনি।