আটক করা হয় জড়িত ছয়জনকে। তারা হচ্ছে- সাইফুল করিম, ছানাউল হক চৌধুরী, মোঃ নাবিদ আরিয়ান, তানজিল মাহি, আব্দুল্লাহ আলবিদ সাঈম মুসফিক, মোঃ রাজিব। তাদের মধ্যে ছানাউল কিশোর গ্যাং লিডার বলে জানায় পুলিশ। বাকিরাও দাগি অপরাধী।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, সীতাকুণ্ড থেকে ডেকে এনে কৌশলে আটকে ফেলা হয় সাইফুলকে। পরে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। খবর পেয়ে দেড়ঘণ্টা ধরে অভিযান চালিয়ে নির্মাণাধীন একটি ভবন থেকে তাকে উদ্ধার করা হয়েছে।
সাইফুলের বাড়ি সীতাকুণ্ডে। তিনি বাহরাইনে প্রবাসী। তার সাথে ফেসবুকের সূত্রে অপহরণকারী সাইফুলের পরিচয় হয়। সে সুত্রে তাকে কৌশলে এনে আটকে রাখার পর ব্যাপক মারধর করা হয়। তার পরিবার বিষয়টি জেনে জরুরি নম্বর ৯৯৯ -এ জানালে অভিযানে নামে ডবলমুরিং থানার একটি দল। মারধরে গুরুতর আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।