পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, থানচি বাজার থেকে মালামাল নিয়ে শ্রমিকরা লিক্ষি সড়কে কাজ করার জন্য যাচ্ছিল। এসময় চাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গর্তে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।
থানচি থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, আহত ৫ জনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।