বুধবার (২০ জানুয়ারি) সকালে গণসংযোগকালে এমন দাবি করেন তিনি। আর নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে একই প্রত্যাশা করেন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধরীও।
আনুষ্ঠানিক প্রচারণার জন্য হাতে সময় আর মাত্র পাঁচদিন। তাই গণসংযোগকে ঘিরে ব্যস্ততার শেষ নেই প্রার্থীদের। সেইসাথে নির্বাচনকে ঘিরে আছে সমর্থকদের উচ্ছাস।
বুধবার সকালে নগরীর ফয়'স লেকসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। এসময় তার সাথে ছিলেন, দলটির কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান। এসময় নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র উদ্ধারের জন্যই এই নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি।