রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে কুতুকছড়িতে ৬৪ মিটার দীর্ঘ সেতুটি ভেঙ্গে পড়ে গত ১২ জানুয়ারি। তারপর থেকে গুরুত্বপূর্ণ এই সড়কে বন্ধ রয়েছে যান চলাচল।
সেতুটি ধসে পড়ায় সবচেয়ে বিপাকে এখানকার চাষীরা। তারা হিমসিম খাচ্ছেন উৎপাদিত পণ্য পরিবহন ও বাজারজাতকরণে।
তবে গুরুত্বপূর্ণ এই সেতু সংস্কারে দীর্ঘ সময় প্রয়োজন, সড়ক বিভাগ এমনটা জানালেও এগিয়ে এসেছে সেনাবাহিনী। বাহিনীর ২০ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটেলিয়ন নির্মাণ করছে বিকল্প সেতু। যান চলাচল সচল করতে তৈরি করছে ১৪০ ফুটের বেইলি সেতু ও ২৪০ মিটার সংযোগ সড়ক।
সেনাবাহিনীর এমন উদ্যোগে স্বস্তি জানিয়েছে রাঙামাটি সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সড়ক সার্কেল) জাহাঙ্গীর আলম।
১৯৮৩ সালে নির্মিত সেতুটি সবশেষ ১৯৯২ সালে সংস্কার করা হয়। গত ১২ জানুয়ারি পাথরবোঝাই ট্রাকসহ সেতুটি ধসে পরে মারা যায় তিনজন।