চলছে পাঠদান, মানবিক পাঠশালায়। অসহায় শিশুদের বিনামূল্যে শিক্ষাদানে বান্দরবানে এই পাঠশালাটি চালু করেছেন পুলিশ সদস্য মেহেদী হাসান দোলন। যেখানে পাঠদানের পাশাপাশি অর্ধশতাধিক শিক্ষার্থীকে দেয়া হয় শিক্ষা উপকরণ।
শুধু তাই নয়। নিজের বেতনের একটি অংশ থেকে তিনি কৃষকদের দিয়েছেন নানাউপকরণ, অসহায় নারীদের সেলাই মেশিন আর অসচ্ছল পরিবারকে কিনে দিয়েছেন গবাদি পশু। তার সহায়তায় ইতোমধ্যে অন্তত ৫০টি পরিবার হয়েছে স্বাবলম্বী।
মেহেদীর বাড়ি লক্ষীপুরের কমল নগর উপজেলায়। তার স্বপ্ন, সামর্থের সবটুকু দিয়ে হাসি ফোটাবেন দুস্থ ও অসহায়দের মুখে। বেতনের জমানো অর্থ দিয়ে মেহেদীর এমন মানবিক কাজকে অনন্য উদাহরণ বলছেন পুলিশের এই কর্মকর্তা।
২০১৬ সালে কনস্টেবল পদে পুলিশে নিয়োগ পান মেহেদী হাসান দোলন।