শুক্রবার (১৫ জানুয়ারি) এক অনুষ্ঠানে বার্জারের ব্যবস্থাপনা পরিচালক রূপালি চৌধুরীর কাছে জমির কাগজপত্র হস্তান্তর করেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিভাগের মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ।
কর্মকর্তারা জানান, এই জায়গায় বার্জার তাদের তৃতীয় কারখানা স্থাপন করবে। যেখানে বিনিয়োগ হবে ২ থেকে আড়াইশো' কোটি টাকা। এতে ব্যবহার হবে পরিবেশবান্ধব প্রযুক্তি।