শত্রুর আক্রমণ প্রতিহত করতে দূরপাল্লার মিসাইল উৎক্ষেপন। গভীর সমুদ্রে জলদস্যুর কবলে বাণিজ্যিক জাহাজ। এগিয়ে এলো নৌ কমান্ডো। যারা আধঘন্টা ধরে অভিযানের পর নিয়ন্ত্রণ নেয় জাহাজের।
বৃহস্পতিবার দিনভর নৌবাহিনীর বার্ষিক মহড়ার শেষ দিনে প্রদর্শিত হয় এমন নানা রণকৌশল। মহড়া পরিদর্শন শেষে নৌ প্রধান রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল জানান, যে কোন পরিস্থিতিতে যেকোন মিশন পরিচালনায় সক্ষমতা আছে নৌবাহিনীর। ধীরে ধীরে সক্ষমতা আরো বাড়াতে আন্তর্জাতিক মহড়াও আয়োজনের কথা জানান তিনি।
এবারের সামরিক এ মহড়া উপভোগ করেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। নৌবাহিনীকে আরো শক্তিশালী করতে সরকারের নানা উদ্যোগের কথা জানান তিনি।
চার ধাপে ১৮ দিন ব্যাপী এ মহড়ায় অংশ নেয় নৌবাহিনীর ৫০টির বেশি জাহাজ ও মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট।