এ যেন মেঘের সাগর। হাত ছোঁয়া দূরত্বে সাদামেঘ। দিগন্তবিস্তৃত মনকাড়া এক দৃশ্য। প্রতি বছর শীতে মেলে রাঙ্গামাটির ফুরোমন পাহাড়ের এই নিটোল সৌন্দর্য।
চাকমা ভাষায় ফুরোমনের অর্থ ফুরফুরে মন। বলা হয়ে থাকে, এ পাহাড়ের চূড়ায় উঠলে প্রাণচঞ্চল হয়ে যান সবাই। তাইতো এর নাম ফুরোমন।
রাঙ্গামাটি শহর থেকে ১০ কিলোমিটার পথ পাড়ি দিলেই ফুরোমন পাহাড়ের এই অপরূপ দৃশ্য। যদিও সেখানে যেতে পাড়ি দিতে হয় নানা প্রতিকূলতা। তবুও সব জয় করে যাচ্ছেন বহু মানুষ।
পাহাড়ের পরিবেশ অক্ষুণ্ণ রেখে ফুরোমনকে ভ্রমণপ্রিয়দের কাছে জনপ্রিয় করতে হলে দরকার স্থানীয় কমিউনিটিকে সম্পৃক্ত করা-এমন মত পর্যটনখাত সংশ্লিষ্টদের।
ফুরোমন নিয়ে নানা পরিকল্পনার কথা জানালেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
শহর থেকে ফুরোমনের উচ্চতা ১ হাজার ৫১৮ ফুট হলেও, সমুদ্রপৃষ্ট থেকে যা প্রায় ২ হাজার ৬০০ ফুট উঁচুতে।