চট্টগ্রাম সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী নিয়ে শুরু থেকেই বিপাকে আওয়ামী লীগ। কেননা দল মনোনিত প্রার্থীর সাথে মুখোমুখি অবস্থানে বিদ্রোহীরা। যা গড়াচ্ছে সংঘাতে।
ভোটকে কেন্দ্র করে দলে এমন দ্বন্দ্ব-সহিংসতায় বিব্রত নেতা-কর্মীরাও। তাদের আশঙ্কা, নির্বাচনি পরিবেশ ছাড়াও দলের মেয়র প্রার্থীর ভোটেও যার নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বারবার কঠোর হুঁশিয়ারির পরও বিদ্রোহীদের দমাতে পারেনি দলটি। তাই এমন নাজুক অবস্থার জন্য মহানগরীর নেতাদেরকেই দুষলেন প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের একটি অংশ সাবেক মেয়র আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত। এরমধ্যে ১২ সাবেক কাউন্সিলরও রয়েছেন। সবশেষ পাঠানটুলিতে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত আবদুল কাদের যাদের অন্যতম।
তবে আপাতত বিদ্রোহী প্রার্থীদের বহিস্কারের সুপারিশ পাঠিয়েই দায় সারছে নগর আওয়ামী লীগ। কিন্তু শেষপর্যন্ত দ্বন্দ্ব নিরসনে সেটা কতটা কাজ দেয়, এখন সেদিকেই তাকিয়ে দলটির নেতাকর্মীরা।