অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা জানান, বৃহস্পতিবার রাত ৩ টায় হঠাৎই আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যান টেকনাফ ফায়ার সার্ভিস কর্মীরা। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ এখন জানা যায়নি। ঘর পুড়ে যাওয়া রোহিঙ্গাদের ক্যাম্পের অন্য একটি স্থানে সরিয়ে নেয়া হয়েছে।