পরিপাটি কেবিন কিংবা সাধারণ আসন। দেশে সমুদ্রপথের সর্ববৃহৎ প্রমোদ তরী বে-ওয়ানের ভেতরে এমনই আভিজাত্যের ছাপ।
জাপান থেকে ৪৫০ ফুট দৈর্ঘ্য ও ৫৫ ফুট প্রস্থের এই জাহাজটি এনেছে কর্ণফুলি শিপ বির্ল্ডাস। শুরুতে কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে চলাচলে পরিকল্পনা থাকলেও জেটি সুবিধা না থাকায়, এখন এটি চলবে চট্টগ্রামের পতেঙ্গা থেকে। পর্যটকদের জন্য বিশ্বের বহুদেশে এমন জাহাজ থাকলেও, দেশে এটিই প্রথম।
ছয়তলা এই প্রমোদ তরীতে আছে প্রেসিডেন্ট স্যুট, রয়েল স্যুট, ব্যাঙ্কার বেড কেবিন, চেয়ারসহ নানা সুবিধা। যার দাম অবশ্য ৩ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। জাহাজটি চলবে ঘন্টায় ২৪ নটিক্যাল মাইল। আছে উন্নত মানের রেষ্টুরেন্টও।
জাহাজে ভ্রমণকালে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণিল আলোক সজ্জা উপভোগ করতে পারবে যাত্রীরা। চট্টগ্রাম থেকে ১২৫ নটিক্যাল মাইল সেন্টমার্টিনে পৌঁছাতে সময় লাগবে সাত ঘন্টা। সপ্তাহে তিনদিন রুটটিতে চলাচল করবে এই প্রমোদ তরী।