এ যেন এক নিষ্ঠুর বাস্তবতার গল্প। সাবেক সিএন্ডএফ ব্যবসায়ী সত্তোরোর্ধ্ব আব্দুল হাই মোল্লা। যিনি চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে শয্যাশায়ী, ২০১৯ সালের এপ্রিল থেকে। ভর্তির পর শুরুর দিকে দেখাশুনা করছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু সময় যতই গড়িয়েছে, ধীরে ধীরে সরে গেছেন স্বজনরা। ফলে জটিলতা শুরু হয় হাসপাতালের বিল নিয়ে।
গত দুই বছরে হাসপাতালের বিল দাঁড়ায়, অন্তত ৫০ লাখ টাকা। এরমধ্যে এক সন্তান এপর্যন্ত পরিশোধ করেছেন প্রায় ১৯ লাখ টাকা। তবে বাকি টাকা পরিশোধের ঝামেলায় কেউ আর যোগাযোগ করছেননা বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। ফলে হাসপাতালের বিছানায় অনেকটা স্বজনহীন করুণ জীবন কাটছে এই বৃদ্ধের।
বিষয়টি নিয়ে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরমধ্যে থানায় অভিযোগও দিয়েছেন তারা।
তবে শুরুর দিকে দেখাশোনা করে আসা আবদুল হাইয়ের আব্দুল হাই মোল্লার প্রথম স্ত্রীর ছেলে শফিকুল ইসলাম শুভ বলছেন, শিগগিরই বিষয়টি নিয়ে আলোচনা করবেন কর্তৃপক্ষের সাথে।
আবদুল হাইয়ের বাসা বন্দর নগরীর এলাকায়। এক সময় একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের মালিক ছিলেন তিনি।