পুলিশ জানায়, গত রাতে নগরীর ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের মগপুকুর পাড় এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন, আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদের। এ সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষের সমর্থকরা। এতে বাবুল সরকার নামে একজন নিহত হন। তিনি নজরুল ইসলাম বাহাদুরের সমর্থক ছিলেন।
এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভা নির্বাচন ঘিরে, কাউন্সিলর প্রার্থী রুহুল ফরাজি ও আনোয়ার হোসেনের সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি প্রাইভেটকার ও মোটরসাইকেলে আগুন দেয়া হয়। আটক করা হয়েছে, দুই কাউন্সিলর প্রার্থীসহ ৬ জনকে।