সকালে পাহাড়তলী আমবাগানে পথসভা শেষে র্যালি করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। এসময় তিনি সব সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিকল্পিত নগরী গড়ার প্রতিশ্রুতি দেন ভোটারদের। যাতে সর্বোচ্চ গুরুত্ব পাবে জলাবদ্ধতা নিরসন, স্বাস্থ্য খাতের উন্নয়ন আর পর্যটন সুবিধা।
দুপুরে বহদ্দারহাটে স্বজন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে মতবিনিময় করেন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, নির্বাচিত হলে বর্জ্য ব্যবস্থাপনা আর রাস্তাঘাটের উন্নয়নকে প্রাধান্য দেয়া হবে। এছাড়াও দলীয় পরিচয়ধারী সন্ত্রাসীদের রুখতে কাজ করতে চান রেজাউল করিম।