বান্দরবানের লামা পৌরসভা। যেখানে দ্বিতীয় ধাপে ভোট হবে আগামী ১৬ জানুয়ারি। তাই প্রচার-প্রচারণায় সরগরম পুরো এলাকা।
পৌরসভা হিসেবে লামার যাত্রা শুরু ২০০১ সালে। কিন্তু পাহাড়ি এই এলাকাটি এখনো নানা সমস্যায় জর্জরিত। পিছিয়ে শিক্ষা, স্বাস্থ্য আর অবকাঠামো উন্নয়নে। বিপুল সম্ভাবনা থাকলেও আগায়নি পর্যটন খাত। তাই, আগামী নেতৃত্বের কাছে এসব ক্ষেত্রে মনোযোগ চান স্থানীয়রা।
লাসা পৌরসভায় মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগের জহিরুল ইসলাম, বিএনপির মোহাম্মদ শাহীন ও জাতীয় পার্টির এ টি এম শহীদুল ইসলাম। আর কাউন্সিলর প্রার্থী ৩৫। প্রচারে গিয়ে তারা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
ভোটগ্রহণ পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নানা পদক্ষেপের কথা জানালেন বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম।
লামা পৌরসভায় মোট ভোটার ১৩ হাজার ৩শ ৮৯জন। গেলবার এখানে মেয়র পদে জয় পান ক্ষমতাসীন দলের প্রার্থী।