খাগড়াছড়ির রামগড়ের দুর্গম বেলছড়ি হাসুকপাড়া। যেখান থেকে মানিকছড়ি হয়ে বয়ে গেছে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। গেল বছরও মানিকছড়ির গোরখানা এলাকায় নদী তীরবর্তী বিস্তীর্ণ কৃষি জমিতে চাষ হতো তামাকের। সম্প্রতি পাল্টাতে শুরু করেছে দীর্ঘদিনের সেই ধারা।
এ মৌসুমে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় হয়নি তামাকের চাষ। বিকল্প হিসেবে শীতকালীন শাক-সবজি, পান ও ফলদ বাগানে মনযোগী হয়েছেন চাষীরা। এমন ইতিবাচক পরিবর্তন ধরে রাখতে সরকারি সহায়তা বৃদ্ধির পরামর্শ দিলেন স্থানীয় নাগরিক সমাজ।
কৃষকদের মহুমুখী প্রণোদনা বাড়ানো হবে জানিয়ে কৃষি বিভাগ বলছে, হালদার জীববৈচিত্র রক্ষা করতে হলে দরকার মৎস্য-সহ সংশ্লিষ্ট সব দফতরের সমন্বিত উদ্যোগ।
হালদার উৎসমুখে তামাক চাষসহ প্রতিবেশ ও মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র ধ্বংসে নানা কর্মকাণ্ড নিয়ে ২০১৯ সালে ধারাবাহিক প্রতিবেদন প্রচার করে চ্যানেল টোয়েন্টিফোর। এরপর কৃষকদের তামাক চাষ থেকে ফেরাতে উদ্যোগ নেয় সংশ্লিষ্ট দফতরগুলো।