দুপুরে যুগ্ম জেলা জজ(পটিয়া) আবদুল কাদেরের আদালত এ নির্দেশনা দেন। আদেশে আসামীদেরকে আগামী বছরের ২২ মার্চ আদালতে হাজির হতে বলা হয়েছে। ১১ আসামীর মধ্যে ৯জন পুলিশ। বাকি ২জন সাধারণ মানুষ। মামলার বাদি জানান, সকালে পটিয়ায় মামলাটি দায়ের করা হয়। যা আমলে নিয়ে সমন জারি করেন আদালত।
এর আগে ২০১৮ সালে প্রবাসী এক প্রতিবেশির প্ররোচনায় বোয়ালখালী থানা পুলিশ অস্ত্র ও মাদক আইনে মামলা করে সমর কৃষ্ণের বিরুদ্ধে। তাকে নানাভাবে হয়রানিও করা হয়।