গতকাল কক্সবাজারের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কর্মকর্তারা জানান, গেল শনিবার চকরিয়া থানায় মামলার পর, গোয়েন্দা নজরদরি এবং ছায়া তদন্ত শুরু করে র্যাব। পরে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় যাত্রীদের কাছ থেকে লুট করা মালামাল ছাড়াও অস্ত্র উদ্ধার করা হয়।
গেল শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী এলাকায় সৌদিয়া পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। এসময় দুইজন গুলিবিদ্ধ হওয়া ছাড়াও কুপিয়ে আহত করা হয় আরো একজনকে।