ইকবাল হোসেন। বাড়ি চট্টগ্রামের চন্দনাইশে। সংযুক্ত আরব আমীরাতে থাকা অসুস্থ ভাইকে দেখতে যেতে চেয়েছিলেন। তবে সব ঠিক থাকলেও আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় শাহআমানত বিমানবন্দরে দেখা মেলে এমন আরো অনেকের, যারা যেতে চেয়েছিলেন ভিজিট ভিসায়। অভিযোগ, বাড়তি টাকা না দেয়ায় বিমানবন্দর থেকে ফেরত দেয়া হয় তাদের।
চট্টগ্রাম থেকে এখন প্রতিদিন আমিরাতে যাচ্ছে গড়ে ৫শ'। অভিযোগ এজন্য আশ্রয় নিতে হচ্ছে তথাকথিত চুক্তির। কিন্তু টাকার অঙ্কে হেরফের বা চুক্তি না করলেই কাউকে কাউকে ফিরতে হচ্ছে বাড়ি। প্রতিদিন গড়ে ৪০-৫০ জনকে এভাবে ফেরানো হচ্ছে বিমানবন্দর থেকে।
অভিযোগ, এই চক্রে রয়েছে ইমিগ্রেশন পুলিশের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী, ট্র্যাভেল এজেন্ট আর বিমানবন্দরের কিছু কর্মী। তবে অভিযোগ অস্বীকার করছেন এজেন্টরা। আর বক্তব্য দেয়নি ইমিগ্রেশন পুলিশ। অবশ্য এক্ষেত্রে নিয়মের ব্যতয় হচ্ছে কিনা খোঁজ নেবার কথা বলছে জনশক্তি অফিস।
দীর্ঘদিন এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ থাকলে সম্প্রতি ভিজিট ভিসা চালু করে সংযুক্ত আরব আমিরাত। যা পরে পরিবর্তনের মাধ্যমে কাজের সুযোগও রেখেছে দেশটি। ফলে ভ্রমণের পাশাপাশি চাকরির উদ্দেশ্যেও যাচ্ছে কেউ কেউ।