সংশ্লিষ্টরা জানান, হাসপাতালের ১০ ও ১১ নম্বর ওয়ার্ডকে আগেই করোনা আইসোলেশন ইউনিটে পরিণত করা হয়। তবে তাতে ছিল না আধুনিক সুযোগ-সুবিধা।
তাই সেখানে নতুন কয়েকটি শয্যাসহ সংযুক্ত করা হয়েছে ভেন্টিলেটর আর হাই ফ্লো-ন্যাসাল কেনুলাসহ নানা প্রযুক্তি। তাতে জেনারেল হাসপাতালে করোনা রোগীর চিকিৎসায় শয্যা এখন দেড়শ।