নিহতের স্বজনরা জানান, শনিবার রাতে স্থানীয় সংসদ সদস্য জাফর আলমের একজন ব্যক্তিগত সহকারী তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ তাদের।
তবে পুলিশ বলছে, জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মারা গেছেন সোহেল। হত্যাকান্ডের ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত সোহেল গত ৬ নভেম্বর বিয়ে করেন।
তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।