ক্ষতবিক্ষত সড়ক আর কাদাপানি মিলে একাকার। এই চিত্র গত ২৬ আগস্ট ধারণ করা চট্টগ্রাম নগরীর স্ট্র্যান্ড রোডের সদরঘাট এলাকায়।
একইস্থানে তিনমাস পরের চিত্র। যেখানে সড়কে পানি না থাকলেও আছে ধুলার রাজত্ব। সেইসাথে সীমাহীন দুর্ভোগ।
বর্ষায় কাদাপানিতে একাকার আর এখন ধুলাবালির এমন অত্যাচার। বছরের প্রায় পুরো সময়জুড়েই সড়কে এমন দুর্ভোগে রীতিমতো নাভিশ্বাস এখানকার অধিবাসীদের।
রশিদ বিল্ডিং মোড় থেকে সদরঘাট পর্যন্ত সড়কটির পুরো অংশজুড়েই দু:সহ কষ্টের উপাখ্যান। তাতে, শুধু চলাচলকারীরাই নয়, আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বাসাবাড়ির মানুষজনের কষ্টের যেন অন্ত নেই।
বছরের পর বছর ধরে এমন দুর্ভোগ চললেও এর কোন প্রতিকার না পেয়ে হতাশ স্থানীয়রা।
গত এপ্রিলে দুইভাগে দুই দশমিক এক কিলোমিটার দীর্ঘ এই সড়কের সংষ্কারকাজ শুরু করে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু করোনার কারণে কাজ বন্ধ থাকার পর ডিজাইন পরিবর্তন করে এখন পুরো সড়কটিকেই নতুনভাবে নির্মাণ করতে হচ্ছে।
বন্দর ছাড়াও বিভিন্ন পণ্যবাহী ট্রাক-কাভার্ডভ্যানসহ ভারী যান চলাচলকারী এই সড়কের নির্মাণকাজ আগামী কয়েকমাসের মধ্যে শেষ করার কথা বলছেন সংশ্লিষ্টরা।