বিকেল ৫টার দিকে নগরীর বন্দর থানাধীন নিমতলা এলাকার, একটি খালের পাড় থেকে মরদেহগুলো উদ্ধার হয়। পুলিশ জানায়, একটি কার্টুনে মরদেহ দেখে পথচারিরা থানায় খবর দেয়। পরে পুলিশের একটি দল গিয়ে তা উদ্ধার করে। তবে কে বা কারা ফেলে গেছে, তা জানা যায়নি।
এরসাথে কারা জড়িত তা খোঁজা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। মরদেহ দুটি চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।