বন্দর নগরীর উন্নয়ন, শিল্পায়ন ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিভিন্ন সেবা সংস্থা ও ব্যবসায়িক সংগঠনের সাথে বৈঠক ছিল চেম্বার মিলনায়তনে। বৈঠকে শিল্প উদ্যোক্তারা অভিযোগ করেন, আমলাতান্ত্রিক জটিলতায় বাধাগ্রস্ত হচ্ছে চট্টগ্রামের শিল্পোন্নয়ন। তুলে ধরেন পানি সংকট, নাজুক যোগাযোগ ব্যবস্থা, যানজট, জলাবদ্ধতাসহ নানা সমস্যা। সভায় উঠে বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়হীনতার কথাও।
চট্টগ্রামের শিল্পোন্নয়নে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলসহ নানা মেগা প্রকল্পের কথা তুলে ধরেন বেজা চেয়ারম্যান। আর সবার সাথে সমন্বয় করে সমস্যাগুলো ধীরে ধীরে নিরসনের আশ্বাস দেন স্থানীয় সরকার সচিব ও মন্ত্রী।
বন্দরনগরীর উন্নয়ন ও সংকট নিয়ে সবপক্ষকে নিয়ে সাম্প্রতিক এটাই সবচেয়ে বড় সমন্বয় বৈঠক।