এসময় মন্ত্রী বলেন, এই সেন্টারটি চট্টগ্রামবাসির জন্য প্রধানমন্ত্রীর অনন্য উপহার। সংশ্লিষ্টরা জানান, হাইটেক পার্কটি নির্মিত হচ্ছে সিটি কর্পোরেশনের ৭১ একর জায়গার ওপর। ব্যয় হবে ৪৬ কোটি ৭৪ লাখ টাকা।
যাতে থাকবে তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট নানা সুযোগ সুবিধা। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।