শনিবার (২৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কেডিএস গ্রুপের আইনী পরামর্শক আহসানুল হক হেনা বলেন, সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে- মনির হোসেন খানকে কারাগারে মারধর করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের ছেলে। যা মোটেই সত্য নয়।
এসময় মনির হোসেন প্রতিষ্ঠানটিতে চাকরীরত অবস্থায় বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে প্রায় ৬০০ কোটি টাকা আত্মসাৎ করেছে বলেও অভিযোগ তোলা হয়। যার প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মনিরের বিরুদ্ধে ২৬টি মামলা করা হয়েছে।
কেডিএসের চিফ অপারেশন অফিসার জাবির হোসেন-সহ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।