গত ৮ নভেম্বর ২৯ দিনব্যাপী এই সাইক্লিং শুরু হয় পঞ্চগড়ের তেতুঁলিয়া থেকে। মোট এক হাজার ১০ কিলোমিটারের মধ্যে আটশো চার কিলোমিটার শেষ করে গতকাল বিকেলে দলটি চট্টগ্রামে পৌঁছায়। তাদের দেয়া সংবর্ধণায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর-২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
১০টি ধাপে মোট ১০৩ জন সাইক্লিস্ট এই এক্সপেডিশনে অংশ নিয়েছেন। যা টেকনাফে গিয়ে শেষ হবে আগামী তেসরা ডিসেম্বর।