চট্টগ্রামের পটিয়া শিকলবাহা এলাকায় মুরারী খালের ওপর কালারপোল সেতুর নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ সালে। যা শেষ হওয়ার কথা ছিল গতবছরের ৩০ জুন।
তবে এরপর দেড় বছর পরও শেষ হয়নি নির্মাণকাজ। ফলে দুর্ভোগে আছে পটিয়ার কোলাগাঁও, কুসুমপুরা, হাবিলাসদ্বীপ ,ধলঘাটসহ বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ। কেননা, এসব এলাকার মানুষের চলাচলের প্রধান সড়ক এটি। তাই বাধ্য হয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকায় চলাচল করছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, প্রায় সময়ই বন্ধ থাকে নির্মাণ কাজ। এজন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ি করছেন তারা।
প্রকল্পটির কাজ পেয়েছে রানা বির্ল্ডাস নামের একটি প্রতিষ্ঠান। তবে নির্মাণ কাজের দেখভাল করছে জাকির এন্টারপ্রাইজ নামে আরেকটি প্রতিষ্ঠান। তাদের দাবি, দুই বার মেয়াদ বাড়িয়ে এখন পর্যন্ত শেষ হয়েছে ৬০ ভাগ কাজ। যদিও আগামী বছরের ৩০ জুনের মধ্যে পুরো কাজ শেষ করার কথা বলছে সড়ক ও জনপথ বিভাগ।
১৯৯৫ সালে নির্মিত কালার পোল সেতুটি পণ্যবাহী জাহাজের ধাক্কায় ভেঙে যায় ২০০৭ সালের ১৮ নভেম্বর। পরে এটি নির্মাণের জন্য ২৭ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার।