গতকাল দিবাগত রাত সোয়া একটার দিকে ডিসি হিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রিল্যাক্স পরিবহনের একটি বাস কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল। সেটি নগরীর ডিসি হিল বৌদ্ধ মন্দিরের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে নির্মানাধীন এপার্টমেন্ট প্রকল্পের খালি প্লটের সীমান বেস্টনী ভেঙ্গে ঢুকে যায়। এতে বাসের ছয় যাত্রী মাথায় আঘাত পান।