পাতায় পাতায় গোলাকার দাগ, বাদামি কিংবা হলুদ রঙের। চট্টগ্রামের পতেঙ্গার মধ্যম হালিশহর এলাকা। এখানকার প্রতিটি টমেটো বাগানে এখন আগাম ধসা রোগের প্রকোপ। কৃষকরা জানান, চারা রোপনের প্রায় এক মাস পর ফুল আসতে না আসতেই দেখা মেলে এই দৃশ্যের। মূলত উচ্চ তাপমাত্রা, বেশি আর্দ্রতা আর বৃষ্টির সংমিশ্রণ মিলে দেখা দেয় এই রোগের। সাথে দেখা দিয়েছে নাবী ধসাও। গাছের পাতায় কালো কালো দাগ। প্রথমে পাতা এরপর কান্ড। এভাবে কয়েক দিনের মধ্যে পুরো গাছেই ধরে যায় পঁচন। এমন অবস্থায় ফলন নিয়ে দুশ্চিন্তাতো আছেই। সাথে ঋণ নিয়ে করা বাগানের খরচ উঠবে কিনা! তা নিয়ে চরম শঙ্কায় কৃষকরা।
এসব রোগ দমনে এখন পর্যন্ত তেমন কার্যকরী প্রতিষেধক না থাকলেও চাষের আগেই মাটির স্বাস্থ্য পরীক্ষা, বীজ শোধন করে রোপন আর জৈব সার ব্যবহারের পরামর্শ পতেঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা মো. খবির উদ্দিনের। এছাড়া একই জায়গায় প্রতি মৌসুমে আলাদা আলাদা ফল চাষের পরামর্শ এই কৃষি কর্মকর্তার।