সকালে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা অীভযোগ করেন, অপুর ব্যবসায়িক অংশীদার রতন নামে একজনের স্ত্রী সীমা। রতনের মৃত্যুর পর সীমা স্থানীয় রুবেলের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। আর তা জেনে যাওয়ায় অপুর ওপর ক্ষিপ্ত হয়ে বেশ কয়েকবার হত্যা হুমকি দেয় সীমা ও রুবেল। পরে চলতি বছরের নয় ফেব্রুয়ারী অপুকে বাসায় ঢেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তারা। এরপর সেটাকে আত্মহত্যা বলে নাটক সাজায়।
কিন্তু এ ব্যাপারে আদালতে একটি মামলা করলেও তদন্তের কোন অগ্রগতি নেই বলে অভিযোগ তাদের। তাই মামলা পিবিআই বা অন্য সংস্থাকে দেয়ার দাবি স্বজনদের।