চাকফিরানীর দক্ষিণঘোনা এলাকায় সকালে মৃত হাতিটি দেখতে পায় স্থানীয়রা। অভিযোগ উঠেছে, বন্য শুকর মারার জন্য একটি চক্র বন এলাকায় বিদ্যুতের ফাঁদ পেতে রাখে। যাতে জড়িয়ে মারা পরছে হাতি।
এর আগেও কয়েকটি হাতি মারা গেছে লোহাগাড়া, চকরিয়াসহ পাহাড়ি এলাকায়। এ নিয়ে বনবিভাগের জোরালো কোন পদক্ষেপ নেই বলেও দাবি স্থানীয়দের।