রোববার (২২ নভেম্বর) সকালে চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত দায়রা জজ জান্নাতুল ফেরদৌসের আদালত আসামীদের উপস্থিতিতে দিন ধার্য করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী জানান, আজ চার্জ গঠনের আদেশ দেয়ার কথা থাকলেও প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে যায়।
২০১৮ সালের ২৬ মার্চ হালিশহরের মেহের আফজল স্কুলে প্রধান শিক্ষকের কক্ষে কুপিয়ে হত্যা করা হয় যুবলীগ নেতা মহিউদ্দিনকে।
এঘটনায় মামলা দায়েরের পর আওয়ামী লীগ নেতা হাজী ইকবালসহ ২০ জনের বিরুদ্ধে ২০১৮ সালের জুলাই মাসে অভিযোগপত্র দেয় পুলিশ।