দেশে নতুন-পুরনো গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান ৫ হাজারের বেশি। যার প্রায় সাড়ে ৮শ' আমদানিকারকদের সংগঠন বারভিডার সদস্য। সংগঠনের পরিচালন ব্যয়ের নামে গত ৫ নভেম্বর থেকে মোংলা বন্দরে প্রতি গাড়ি বাবদ ১ হাজার টাকা লেভি আদায় করা হচ্ছে। বারভিডার পক্ষে যা আদায় শুরু করে বন্দর কর্তৃপক্ষ। তবে এ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে আদায়ের দায়িত্ব ছেড়ে দেয়া হয় বারভিডা ওপর।
কেবল সদস্যদের কাছ থেকেই টাকা আদায়ের কথা। তবে নেয়া হচ্ছে সব আমদানিকারক থেকেই। সংগঠনের সভাপতির দাবি পুরো প্রক্রিয়াটি আইনসিদ্ধ।
তবে এ নিয়ে অসন্তোষ আর ক্ষোভ ছড়িয়েছে বারভিডার সদস্যদের মাঝেও। প্রশ্ন উঠেছে বন্দর এলাকায় এভাবে লেভি আদায় আইনসঙ্গত কি না। যার বৈধতা জানতে চেয়ে পাঠানো হয় আইনি নোটিশ।
কেবল মোংলা নয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকেও একই প্রস্তাব দেয় বারভিডা। তবে তাতে সাড়া মেলেনি। লেভি আদায় বন্ধে নৌপরিবহন ও বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সাধারণ আমদানিকারকরা। হস্তক্ষেপ চাওয়া হয়েছে প্রধানমন্ত্রীরও।
দেশে বছরে গাড়ি আমদানি হয় কম-বেশি ৩০ হাজার। ১ হাজার টাকা হিসেবে এ খাতে লেভি আসতে পারে প্রায় ৩ কোটি টাকা।