রোববার (২২ নভেম্বর) সকালে সৈকতের লাবণী, সুগন্ধা এবং কলাতলীসহ প্রায় সবকটি পর্যটন পয়েন্টে অভিযান চালান জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ সময় সৈকতের বার্মিজ মার্কেট, বালিয়াড়ি এবং সাগর তীরে যেসব পর্যটক ও ব্যবসায়ী মাস্ক ব্যবহার করেননি তাদের জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের নির্দেশে এ কার্যক্রম অব্যাহত থাকবে।