আবহাওয়া ও ভূ-প্রকৃতির বিবেচনায় কাজু বাদাম চাষের উপযুক্ত জায়গা পার্বত্য চট্টগ্রাম। তাই বান্দরবানে কাজু বাদামের চারা উৎপাদনের এই উদ্যোগ এল এ এগ্রো নার্সারির। কেউ ব্যস্ত বীজের জন্য মাটি তৈরিতে কারো ব্যস্ততা পলিথিনে মাটি ভরার কাজে। এই নার্সারিতে দৈনিক মজুরি ভিত্তিতে চারা উৎপাদনে কাজ করছেন শতাধিক নারী-পুরুষ।
প্রাথমিকভাবে কম্বোডিয়া ও ভিয়েতনাম থেকে উন্নত জাতের বীজ এনে উৎপাদন করা হচ্ছে চারা। বীজ থেকে চারা তৈরিতে সময় লাগবে চার মাস। এরপর স্বল্প মূল্যে এসব চারা বিক্রি করা হবে চাষীদের।
দেশে বিপুল সম্ভাবনা থাকায় সরকার কাজু বাদাম চাষে চাষীদের উদ্বুদ্ধ করছে। তাতে চারা উৎপাদনের এ উদ্যোগ পাহাড়ে চাষ বাড়াবে বলে মত কৃষি বিভাগের।
প্রায় দুই একর জমিতে শুরুতেই ৬ লাখ উন্নতজাতের বীজ দিয়ে উৎপাদন হবে কাজু বাদামের চারা।