কুমারি দেবীকে ঘিরে মন্ত্রপাঠ আর ঢাকের বাদ্যে মুখর পুরো মন্দির। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মহাষ্টমী আজ। যার অন্যতম আকর্ষণ কুমারি পূজা। সেই উৎসবকে ঘিরে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা নগরীর পাথরঘাটার শান্তনেশ্বরী মাতৃমন্দিরে।
মহাঅষ্টমীর সকালে কুমারি দেবীকে আনা হয় মন্দিরের আসনে। এবারো তৃতীয় বারের মত কুমারি দেবীর আসনে বসানো হয় নগরীর সেন্ট যোসেফ স্কুলের ৩য় শ্রেণির শিক্ষার্থী শ্রেয়সী বিশ্বাসকে। বয়স ৯ বছর হওয়ায় শাস্ত্রমতে তার নাম দেয়া হয় কালসন্দর্ভা। টানা তিনবারের মত কুমারী দেবীর আসনে বসে যেমন খুশি শ্রেয়সী, তেমনি সেই আনন্দ ছড়িয়েছে পরিবারের মাঝেও।
হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস, কুমারি পূজার মাধ্যমে নারীর প্রতি মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি একদিকে যেমন মুক্ত হয় সংসারের দারিদ্রতা। অন্যদিকে বিনাশ হয় শত্রুর।
তবে এতসব আয়োজনে কিছুটা আক্ষেপ ছিলো ভক্ত-পূণ্যার্থীদের মাঝে। কারণ করোনার কারণে তারা কাছ থেকে দর্শন নিতে পারেনি কুমারী দেবীর।
বন্দর নগরীতে অন্যান্য মন্ডপে মহাষ্টমীর নানা আয়োজন থাকলেও কুমারি পূজা অনুষ্ঠিত হয়েছে শুধুমাত্র নগরীর পাথরঘাটার শান্তনেশ্বরী মাতৃমন্দিরে।