পরদিন পাহাড়তলীতে তার লাশ উদ্ধার হয়। মামলাটির দায়িত্ব পেয়ে সিআইডি আরেক ব্যবসায়ী আবদুর রহমানকে গ্রেপ্তার করে। যিনি একই মার্কেটের উপরতলায় ব্যবসা করেন।
সিআইডি জানায়, ঋণের টাকা নিয়ে বিরোধের জেরে শরীরে তার পেঁচিয়ে বিজয়কে শ্বাসরোধে হত্যার পর বিশেষ কায়দায় বস্তায় ভরে মরদেহ ফেলে আসে অলংকার এলাকায়।