নিয়ম অনুযায়ী যে কোন প্রতিষ্ঠানে ডিপ্লোমাধারী নার্স থাকতে হয়। তবে সার্জিকেয়ারে তা নেই। সম্প্রতি সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তাগিদ দেয়া হলে জালিয়াতির আশ্রয় নেয় প্রতিষ্ঠানটি। গোপনে অন্য একটি প্রতিষ্ঠানের কয়েকজন নার্সের জীবনবৃত্তান্ত সংগ্রহ করে রাখে সার্জিকেয়ার। তবে ডিপ্লোমাধারী নার্স রয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।
করোনাকালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগও রয়েছে সার্জিকেয়ার হাসপাতালে। যেখানে মূলত অস্ত্রোপচার করে থাকেন প্রতিষ্ঠানটির এমডি। যিনি এমবিবিএস উত্তীর্ণ। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, আইন অনুযায়ী এমবিবিএস চিকিৎসক অপারেশন করতে পারেন। তবে এক্ষেত্রে উচ্চডিগ্রিধারি হলে ভালো।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলছেন, সরকার নির্ধারিত সবকিছুই থাকা বাধ্যতামূলক যেকোন হাসপাতাল-ক্লিনিকে।