অস্ত্রের ছবি প্রায়ই আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজেদের শক্তিমত্তার জানান দিতে এই ছবি দেয় রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় সন্ত্রাসীরা।
সম্প্রতি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সংঘাত বেড়েছে নিজেদের মধ্যে। তাতে ব্যবহার হচ্ছে নানা ধরনের অস্ত্র। সবশেষ উখিয়ার কুতুপালং ক্যাম্পে সংঘাতে সেখানে প্রাণ গেছে ৮ জনের।
প্রশ্ন উঠেছে, রোহিঙা সন্ত্রাসীদের কাছে এত অস্ত্রের উৎস কোথায়? কারা সরবরাহ করছে এসব অস্ত্র? স্থানীয় সূত্রগুলোর দাবি, মহেশখালিসহ বেশকিছু স্থান থেকে অস্ত্র যাচ্ছে রোহিঙ্গাদের হাতে।
গত ২ অক্টোবর উখিয়ার পালংখালি ইউনিয়নের মধুরছড়া পাহাড় থেকে দুজনকে আটক করে র্যাব। দাবি করে, অস্ত্রের কারখানা ছিল সেখানে। যেখান থেকে অস্ত্র পেত রোহিঙ্গারা।
প্রায়ই অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। যাতে উদ্ধার হয় অস্ত্র। তবে অজানা থেকে যাচ্ছে উৎস। তাই এবার কূলকিনারা করতে চায় পুলিশ।
গেল ৩ বছরে উখিয়া-টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে ৫৯টি।