নিহত ফাতিন ইতমাম মাহমুদ বিশ্ববিদ্যালয়ের ইংরেজী তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে মোটরসাইকেলে পাঁচ বন্ধু শুক্রবার কক্সবাজার বেড়াতে আসে। বিকেলে বন্ধুদের সাথে সমুদ্রে গোসলে নেমে ভাটার টানে তলিয়ে যায় সে।
পরবর্তীতে ট্যুরিস্ট তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় তাকে।