বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বিমানের একটি ফ্লাইটে দুবাই থেকে আসেন এনামুল হক নামে ওই যাত্রী। গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সহায়তায় শুল্ক গোয়েন্দারা তাকে আটক করেন। পরে তল্লাশী চালিয়ে, বিশেষ কায়দায় শার্টের ভেতরে লুকানো ৮১টি বার ছাড়াও স্বর্ণালঙ্কার পাওয়া যায় তার কাছে। যার ওজন ৯ কেজি ৫৯ গ্রাম। বাজারমূল্য ৪ কোটি ৯২ লাখ টাকা।
এনামুলের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। তাকে থানায় হস্তান্তরের কথা রয়েছে।