channel 24

সর্বশেষ

  • যুক্তরাষ্ট্রে করোনার টিকা প্রদান শুরু হতে পারে ১১ ডিসেম্বর

টেকনাফে বিজিবির সাথে 'বন্দুকযুদ্ধে' এক রোহিঙ্গা নিহত

টেকনাফে বিজিবির সাথে 'বন্দুকযুদ্ধে' এক রোহিঙ্গা নিহত

টেকনাফে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদককারবারি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

বিজিবি জানায়, গতকাল রাতে হ্নীলা দমদমিয়া কেয়ারী এলাকায় অভিযানে যায় তারা। এসময় দুজনকে সন্দেহ হলে পিছু নেয় বিজিবি সদস্যরা। একপর্যায়ে তারা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পাল্টা গুলিতে সৈয়দ আলম গুলিবিদ্ধ হন।

পরে তাকে উদ্ধারের পর নেয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থার অবনতি হলে নেয়া হয় কক্সবাজার সদর হাসপাতালে। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম 24 খবর