শহরে বেশিরভাগ মার্কেট বন্ধ থাকলেও খোলা রয়েছে গ্রামের অনেক এলাকায়। সেখানে কেনাকাটায় মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্বের বালাই নেই। নেই, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা।
আজ সকালে হাটহাজারিতের ইছাপুর বাজারে অভিযান চালাতে গিয়ে মানুষের অসচেতনতার এমন চিত্র পান উপজেলা নির্বাহী রুহুল আমিন। এসময় ভ্রাম্যমাণ আদালত দেখে সরে পড়েন ক্রেতারা।